নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। ‘এন’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ট্রেডিং কোড হচ্ছে ‘বিএনআইসিএল’ ও কোম্পানি কোড হচ্ছে ২৫৭৪৭। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিজয়ী আবেদনকারীর বিও অ্যাকাউন্টে শেয়ার জমা দিয়েছে কোম্পানিটি। শেয়ার জমা দেয়ার পর কোম্পানিটির লেনদেন শুরুর তারিখ ঘোষণা করে ডিএসই। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বৃহস্পতিবার লেনদেন শুরু হবে এ কোম্পানির।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স আইপিও আবেদন গ্রহণ করে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৭৭ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৭ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহে আবেদন গ্রহণ করে। কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে অনুষ্ঠিত কমিশনের ৫৪৩তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দিয়েছিল বিএসইসি। তবে কোম্পানিটির আইপিও অনুমোদনে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র পক্ষ থেকে আপত্তি জানানো হয়। আইডিআরএ’র আপত্তির পরিপ্রেক্ষিতে কোম্পানিটির আইপিও আবেদন স্থগিত করে বিএসইসি। একই সঙ্গে কিছু শর্ত দেয়া হয়। সে সব শর্ত পরিপালন হওয়ার পর আইডিআরএ’র পক্ষ থেকে আইপিওর মাধ্যমে অর্থ সংগ্রহের ছাড়পত্র দেয়া হয়।