বীমা খাতের ৭১ % কোম্পানির শেয়ার দর কমেছে

নিজস্ব প্রতিবেদক দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকা ভুক্ত বীমা খাতের ৪৬ টি কোম্পানির মধ্যে ৩৩ কোম্পানির শেয়ার দরে পতন হয়েছে। যার শতকরা হার ৭১ শতাংশ। একই সঙ্গে শেয়ার দর বেড়েছে মাত্র ৬ টি কোম্পানির। যার শতকরা হার মাত্র ১৩ শতাংশ। আর ৭ টি কোম্পানির শেয়ার দরে কোনো অপরিবর্তিত রয়েছে। যার হার ১৫ শতাংশ। আজ মঙ্গলবার লেনদেন শেষে ডিএসই ওয়েবসাইট পর্যালোচনা করে বীমা খাতের কোম্পানিগুলোর এমন চিত্র দেখা গেছে। আর এর প্রভাব পড়েছে সার্বিক পুঁজিবাজারে। মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় সূচকের পতন হয়েছে। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে দিনের লেনদেন। এদিকে সূচকের পাশাপাশি দেশের উভয় বাজারে আর্থিক লেনদেনের পরিমাণও কমেছে। মঙ্গলবার ডিএসই লেনদেনে অংশ নেয়া কোম্পানির মধ্যে ৬৭ শতাংশ ও সিএসইতে অংশ নেয়া ৬৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। ডিএসই সূত্রে জানা গেছে, দর কমে যাওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৬টির দর ৩ শতাংশ বা তার বেশি কমেছে। সবচেয়ে বেশি দর কমেছে ইউনাইটেড ইন্স্যুরেন্সের। এ কোম্পানির দর কমেছে ১৩ শতাংশেরও বেশি। এদিকে ডিএসইর আর্থিক লেনদেন ফের ৩০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। দিনশেষে লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৯৫ লাখ টাকা। সোমবারের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৮৬ কোটি টাকা। মঙ্গলবার বীমা খাতের যে সব কোম্পানির শেয়ার দর কমেছে: বিজিআইসি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফুলি ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্চেন্ট ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পিউপিলস ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্র্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সান লাইফ ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স। যেসব বীমা কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। যে সব কোম্পানির শেয়ার দরে কোনো পরিবর্তন হয়নি- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স ও ফিনিক্স ইন্স্যুরেন্স।