সংক্রামক রোধে বীমা ফান্ড গঠন করবে জি৭ ও বিশ্বব্যাংক

ডেস্ক রিপোর্ট: সংক্রামক মহামারির সাথে লড়ছে এমন দরিদ্র দেশগুলোর পক্ষ থেকে বীমা প্রিমিয়াম পরিশোধের জন্য একটি তহবিল করার চিন্তা ভাবনা করছে জি৭ এবং বিশ্বব্যাংক। এই প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী দেশগুলো সংক্রামক মহামারি মোকাবেলায় বীমা কাভারেজের জন্য সর্বোচ্চ ৫০০ মিলিয়ন মার্কিন ডলার পাবে। এই অর্থ তিন বছর ধরে দেয়া হবে।

প্রতিবেদন অনুযায়ী, বেসরকারি খাতের সহযোগিতায় এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। জাপান এই ফান্ড গঠনের প্রস্তাবের ওপর একটি চুক্তি সমন্বয় করার প্রচেষ্টা জোরদার করছে। গ্রুপ সেভেন (জি৭) এর পরবর্তী ৪২তম সম্মেলন চলতি বছরের ২৬- ২৭ মে জাপানে অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে জাপান সভাপতি হচ্ছে বলেও জানা গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর উন্নয়ন সভায় বীমার প্রিমিয়াম পরিশোধের জন্য ফান্ড গঠনের পরিকল্পনা আলোচিত হয়েছে। গ্রুপ সেভেনভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী এবং বিশ্বব্যাংকের কর্মকর্তারা আগামী মে’তে এই ফান্ড গঠনের বিস্তারিত খসড়া প্রস্তুত করবেন।

২০১৪ সালে পশ্চিম আফ্রিকায় ব্যাপকভাবে ইবোলা ছড়িয়ে পড়লে বীমা ফান্ড গঠনের এই উদ্যোগ উদ্ভূত হয়। সংক্রামক মহামারিতে সেসময় ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। ফান্ড গঠনে বিলম্ব হওয়াকে এই ব্যাপক মৃত্যুর জন্য দায়ি করা হয়।

উল্লেখ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গ্রুপ অব সেভেন (জি ৭) গঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নও জি৭ এর প্রতিনিধিত্ব করে। বিশ্ব সম্পদ (২৬৩ ট্রিরিয়ন) এর ৬৪ শতাংশের প্রতিনিধিত্ব করছে এই গ্রুপ অব সেভেন।